সিদ্ধিরগঞ্জে “সালেহা” হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

- আপডেট সময় : ০৬:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ৩০৬ বার পড়া হয়েছে
(আরিফ মিয়া)
নারায়ণগঞ্জ জেলা:স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘঠিত চাঞ্চল্যকর “সালেহা বেগম” হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ফিরোজ (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (২ জানুয়ারি) ভোররাতে রাজধানীর ডেমরা থানার ডগাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ফিরোজ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি দক্ষিণ বাতেন পাড়া এলাকার নবী হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃতকে সিদ্ধিরগঞ্জ থানায় হন্তান্তর করে র্যাব।
প্রসঙ্গত, ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের দক্ষিণ বাতানপাড়া এলাকায় সালেহা বেগমকে কুপিয়ে হত্যা ও তাঁর দুই শিশুসন্তান শাওন ও স্বপ্নাকে আহত করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় নিহত সালেহার স্বামী বাদশা মিয়া ফিরোজ ও মনির হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলা নং-৪৩, তারিখ-২৪/০৯/২০০৬ইং।
২০১৪ সালের ২১ এপ্রিল এ মামলার রায়ে একজনকে ফাঁসি ও অপর একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত মনির হোসেন উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডা দেশপ্রাপ্ত ফিরোজ মিয়া পলাতক ছিলেন।