সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
আইন আদালত, খেলাধূলা, জাতীয়, প্রচ্ছদ, ফতুল্লা, বন্দর, বিশেষ সংবাদ, রাজনীতি, শহর, শহরের বাইরে, শিক্ষা, সংগঠন সংবাদ, সদর, সিদ্ধিরগঞ্জ
আড়াইহাজারে লেঙ্গুডী বাহিনীর প্রধান ডাকাত সর্দার আলমগীর গ্রেপ্তার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
ড্রেক্স রিপোর্ট
আড়াইহাজারে লেঙ্গুডী বাহিনীর প্রধান ডাকাত সর্দার আলমগীর গ্রেপ্তার
আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি মামলায় লেঙ্গুডী বাহিনীর প্রধান ডাকাত সর্দার সাবেক ইউপি সদস্য আলমগীর (৪৪) কে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
গ্রেপ্তারের পর সোমবার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে তাকে জাঙ্গালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাকাত সর্দার আলমগীর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মালেকের ছেলে।
জানাগেছে, গত ১৬ ডিসেম্বর গভীর রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুর কান্দি গ্রামের একই রাতে ওই গ্রামে রিক্সা চালকের বাসায় হামলা চালিয়ে ডাকাত দল নগদ টাকা স্বর্ণালংকার লুটে নেয়।
এছাড়াও গত ২২ ডিসেম্বর ভোরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের প্রবাস ফেরত যুবক মাসুম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে উপজেলার জাঙ্গালিয়া-খাগকান্দা সড়কের কদমতলী মাদ্রাসা মোড়ে পৌঁছলে ৭/৮ জনের ডাকাত দল পথ রোধ করে বিদেশ থেকে আনা আইফোন, মালয়েশিয়ান রিংগিত ও অন্যান্য মালামাল লুটে নেয় এ ঘটনায় নড়ে চড়ে বসে প্রশাসন। সম্প্রতি উপজেলার পুর্বাঞ্চলে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় তার সহযোগীরা গ্রেপ্তার হলেও সে ছিলো ধরা ছোয়ার বাহিরে।
স্থানীয়রা জানান, উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মালেকের ছেলে আলমগীর এর আগের মেয়াদে মেম্বার থাকা অবস্থা থেকে ধরে এ পর্যন্ত প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা, অসামাজিক কাজে নারী ব্যবহার, সন্ত্রাসী কাজকর্ম, চুরি- ডাকাতি এ সমস্ত বেআইনী কার্যকলাপ নিয়ন্ত্রন করে আসছিল আলমগীর।
তার ছত্রছায়ায় এলাকায় চুরি ডাকাতি আশংকাজনক হারে বেড়ে গেছে। তার বিরুদ্ধে থানায় এ সমস্ত কার্যকলাপের বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে ।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার লেঙ্গুডী বাহিনীর প্রধান ডাকাত সর্দার আলমগীরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।