নারায়নগঞ্জ ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সাক্ষীরা না আসায় আদালতে তোলা হলো না নূর হোসেনকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩ ২৯২ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :

কাশিমপুর থেকে নারায়ণগঞ্জ কারাগারে আনা হলেও সাক্ষী না আসায় আলোচিত সাত খুন মামলার মৃতুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে আদালতে ওঠানো হয়নি।

পরে আদালত আগামী (২৮ ফেব্রুয়ারি) পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সেইসঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালত এবং ৪নং সহাকারী দায়রা জজ আদালতে দুইটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষীরা কেউ না আসায় শেষ পর্যন্ত কোনো আদালতেই সাক্ষগ্রহণ করা হয়নি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে আনা হয়েছিল। কিন্তু সাক্ষীরা কেউ না আসায় শেষ পর্যন্ত তাকে কোনো আদালতেই ওঠানো হয়নি।

তিনি আরও বলেন, আমরা আদালতের কাছে আবেদন করেছি নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার জন্য। কাশিমপুর কারাগার থেকে তাকে নিয়ে আসতে অনেক সময় লেগে যায়। যে কারণে যথাসময়ে নারায়ণগঞ্জ উপস্থিত হতে পারেন না। আমরা আবেদন করেছি, সেটা আদালত বিবেচনা করবেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকে জাসমিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জের আলো ডটকমকে সাক্ষীরা না আসায় নূর হোসেনকে আদালতে তোলা হয়নি। এদিন তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দুই মামলার সাক্ষগ্রহণ ছিল।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও দায়র জজ আদালতে একটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতে দুইটি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা ছিল। সেদিন সাক্ষীরাও এসেছিলেন। কিন্তু নূর হোসেন অসুস্থ ছিলেন। যার কারণে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়নি, সেইসঙ্গে সাক্ষ্যগ্রহণও হয়নি।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান নারায়ণগঞ্জের আলো ডটকমকে বলেন , ২০১৪ সালের ২৯ মে নূর হোসেনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে এই দুই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাক্ষীরা না আসায় আদালতে তোলা হলো না নূর হোসেনকে

আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

ডেক্স রিপোর্ট :

কাশিমপুর থেকে নারায়ণগঞ্জ কারাগারে আনা হলেও সাক্ষী না আসায় আলোচিত সাত খুন মামলার মৃতুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনকে আদালতে ওঠানো হয়নি।

পরে আদালত আগামী (২৮ ফেব্রুয়ারি) পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সেইসঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালত এবং ৪নং সহাকারী দায়রা জজ আদালতে দুইটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষীরা কেউ না আসায় শেষ পর্যন্ত কোনো আদালতেই সাক্ষগ্রহণ করা হয়নি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে আনা হয়েছিল। কিন্তু সাক্ষীরা কেউ না আসায় শেষ পর্যন্ত তাকে কোনো আদালতেই ওঠানো হয়নি।

তিনি আরও বলেন, আমরা আদালতের কাছে আবেদন করেছি নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার জন্য। কাশিমপুর কারাগার থেকে তাকে নিয়ে আসতে অনেক সময় লেগে যায়। যে কারণে যথাসময়ে নারায়ণগঞ্জ উপস্থিত হতে পারেন না। আমরা আবেদন করেছি, সেটা আদালত বিবেচনা করবেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকে জাসমিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জের আলো ডটকমকে সাক্ষীরা না আসায় নূর হোসেনকে আদালতে তোলা হয়নি। এদিন তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দুই মামলার সাক্ষগ্রহণ ছিল।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা ও দায়র জজ আদালতে একটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতে দুইটি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা ছিল। সেদিন সাক্ষীরাও এসেছিলেন। কিন্তু নূর হোসেন অসুস্থ ছিলেন। যার কারণে নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়নি, সেইসঙ্গে সাক্ষ্যগ্রহণও হয়নি।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান নারায়ণগঞ্জের আলো ডটকমকে বলেন , ২০১৪ সালের ২৯ মে নূর হোসেনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে এই দুই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।