সিদ্ধিরগঞ্জ ট্যাঙ্কলরি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ আহত ৩

- আপডেট সময় : ০৯:২৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ৪৭৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:আরিফ মিয়া
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলবাহী ট্যাংকলরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক।
এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে আদমজী-চাষাঢ়া সড়কের সাইলোগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মুন্না (২৫), আরিফ (২৪) মোহাম্মদ রাকিব (১৭) অটোরিকশা চালক।
আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে আদমজীমুখী একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সিদ্ধিরগঞ্জ আজিবপুরমুখী এক অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে প্রেরণ করেন।তাদের ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন নারায়ণগঞ্জের আলো ডটকমকে, ঘটনাস্থল থেকে ট্যাংকলরি চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।